www.szamin.com


মাহিয়া মাহি-ডি এ তায়েবের 'অন্ধকার জগত' অবশেষে মুক্তি পাচ্ছে


 স্বদেশ জমিন ডেস্ক: | ২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ১:৪৮ | সাক্ষাৎকার 


মাহিয়া মাহি-ডি এ তায়েব জুটি বেঁধে অভিনয় করেছেন 'অন্ধকার জগত : দ্য ডার্ক’ নামের একটি সিনেমায়।  বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে সম্প্রতি। এফডিসিতে ছবিটির অডিও প্রকাশনা অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৯ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে 'অন্ধকার জগত'।

অনুষ্ঠানে বদিউল আলম খোকন বলেন, 'আমরা একটি গল্পভিত্তিক ভাল সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। এখানে প্রথমবারের মত মাহি ও ডি এ তায়েব জুটি হয়েছেন। বেশ কিছু শ্রুতিমধুর গানও আছে। ছবিটি ১৯ অক্টোবর মুক্তি দিতে চাই। আমাদের প্রত্যাশা দর্শক ছবিটি দেখে বিনোদিত হবেন।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ছবির নায়ক ও প্রযোজক ডি এ তায়েব। ছবিটিকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন চিত্রনায়ক ফারুক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।

শুরুর দিকে সিনেমাটির নাম ছিল ‘কাঙাল’। পরে নাম পরিবর্তন করে অন্ধকার জগৎ রাখা হয়। সিনেমাটিতে মাহির মায়ের চরিত্রে অভিনয় করছেন গুলশান আরা। আর মাহি অভিনয় করছেন গোয়েন্দা পুলিশের চরিত্রে। ছবিতে তিনি একটি আইটেম গানেও অংশ নিয়েছেন।এ বিভাগের আরও খবরসম্পাদক- লুৎফুন নাহার রুমা
নির্বাহী সম্পাদক- যারিন তাসনীম ঐশী

সম্পাদক বার্তা বিভাগ- কামরুল ইসলাম
ঠিকানা- ২৩/৩ তোপখানা রোড (চতুর্থ তলা), ঢাকা। ফোন- ০১৭১৫১৮৭৩১৮, ০১৭১১১৮১৮৯৩
Email: szaminnews@gmail.com
  Web: www.szamin.com