www.szamin.com


নখের উপরেই গজিয়ে ওঠে আস্ত একটা হাত!


 স্বদেশ জমিন ডেস্ক: | ২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৭:৩৬ | এক্সক্লুসিভ 


নখ বড় হলে তা কাটতে হয়, এ তো সবারই জানা। যদিও অনেকে তা শখ করে বাড়িয়ে নেন সুন্দর হাতের জন্য। কেউ কেউ আবার তা করেন নিছক রেকর্ড গড়ার জন্য। কিন্তু, যদি নখের উপরেই গজিয়ে ওঠে আস্ত একটা হাত! তাহলে তো চোখ কপালে উঠার মতো ঘটনা।

তবে এমনটাই ঘটেছে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে। সেখানের ‘নেল সানি’ নামে এক সংস্থা এমনই এক ভিডিও শেয়ার করে তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। মাত্র তিন দিনেই ভিডিওটি দেখা হয়েছে ১,৯৪,৩৯৫ বার।

তবে ভাল করে দেখলে বোঝা যায় যে এটি কোনও অলৌকিক ব্যাপারই নয়। ‘নেল আর্ট’ নিয়ে কাজ করে এই সংস্থা। এবং সেই সৃষ্টির নেশাতেই এমন অভিনব ব্যাপার ঘটিয়েছে তারা। আঙুলের নখের উপরেই তারা তৈরি করছে ছোট ছোট হাত।

স্বাভাবিকভাবেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ এমন অভিনব শিল্পকর্মের জন্য যেমন ‘নেল সানি’-কে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আবার ভর্ৎসনাও জানিয়েছেন এমন উদ্ভট কীর্তিকে।এ বিভাগের আরও খবরসম্পাদক- লুৎফুন নাহার রুমা
নির্বাহী সম্পাদক- যারিন তাসনীম ঐশী

সম্পাদক বার্তা বিভাগ- কামরুল ইসলাম
ঠিকানা- ২৩/৩ তোপখানা রোড (চতুর্থ তলা), ঢাকা। ফোন- ০১৭১৫১৮৭৩১৮, ০১৭১১১৮১৮৯৩
Email: szaminnews@gmail.com
  Web: www.szamin.com