www.szamin.com


এইচএসসির ৫ দিনের পরীক্ষার সূচি পরিবর্তন


 স্বদেশ জমিন ডেস্ক: | ৮ এপ্রিল ২০১৯, সোমবার, ৭:৩৮ | শিক্ষা  


 চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঁচ দিনের সূচিতে পরিবর্তন এসেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

আগামী ১৭ এপ্রিলের পরীক্ষাগুলো ৯ মে বিকালে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকালে, ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকালে নেয়া হবে। এছাড়া ৪ মে ও ৬ মের পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকালে নেয়া হবে।
শবেবরাতের কারণে একদিনের এবং অন্যগুলো পাশাপাশি পড়ে যাওয়ায় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অন্য চারদিনের পরীক্ষার সূচি বদলে দেয়া হয়েছে বলে জানান জিয়াউল হক।
 
আগামী ২১ এপ্রিল রাতে শবেবরাত পালিত হবে, সরকারি ছুটি থাকবে পরদিন ২২ এপ্রিল।

জিয়াউল হক জানান, ২০১৯ সালের বর্ষপঞ্জিতে ২১ এপ্রিল শবেব রাতের ছুটি ধরে পরীক্ষার সূচি প্রণয়ন করা হয়েছিল। গত ১ এপ্রিল থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
 
আগামী ১১ মে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও এখন তা ১২ মে শেষ হবে। আর ১২ থেকে ২১ মের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা। অন্য পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।এ বিভাগের আরও খবরসম্পাদক- লুৎফুন নাহার রুমা
নির্বাহী সম্পাদক- যারিন তাসনীম ঐশী

সম্পাদক বার্তা বিভাগ- কামরুল ইসলাম
ঠিকানা- ২৩/৩ তোপখানা রোড (চতুর্থ তলা), ঢাকা। ফোন- ০১৭১৫১৮৭৩১৮, ০১৭১১১৮১৮৯৩
Email: szaminnews@gmail.com
  Web: www.szamin.com